উত্তরবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির 306 0
উত্তরবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির
বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা,বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। কারণ নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ,যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ফলে তাপমাত্রা হ্রাস পেয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে তাপমাত্রা আরো কমবে শৈত্যপ্রবাহ দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের সবখানে বিস্তার লাভ করতে পারে।
বিশেষ করে গরিব মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণে। একে তো তারা কাজে যেতে পারছে না; দুই. পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তারা কষ্ট পাচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে খুব কম মানুষই।
গত কয়েক দিনের মতো গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঘন কুয়াশা ও উত্তুরে হাওয়ায় দেশের উত্তরের জেলাটিতে বেড়েছে শীতের তীব্রতা। দ্রুত কমছে তাপমাত্রা। আবারও এই জনপদে তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। ফলে শীতে কাঁপছে গোটা জেলা; স্থবির হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং এটি দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের সব জায়গায় বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে।